উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এখন সুস্থ আছেন তিনি। বৃহস্পতিবার রাতে দুবাই থেকে দেশে ফিরেছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান ডিপজল। তিনি বলেন, আমি এখন সুস্থ আছি। রিং পরাতে হয়নি। ঔষুধের মাধ্যমেই চিকিৎসা চলেছে। পরে আবার ফলোআপের জন্য যাবো। সবাই আমার জন্য দোয়া করবেন।
গেলো ৭ ডিসেম্বর জানা যায় ডিপজলের হার্টে দুটি ব্লক ধরা পড়ে। নিয়মিত চেকআপের জন্য ডিপজল ঢাকা ছাড়েন ১ ডিসেম্বর। নিয়মিতভাবে এই অভিনেতা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলেও ভিসা জটিলতায় হাসপাতালটির দুবাই শাখায় চিকিৎসা নিয়েছেন তিনি।
১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আসেন ডিপজল। এরপর তার ‘চাচ্চু’, ‘দাদীমা’, ‘কোটি টাকার কাবিন’ ইত্যাদি ছবিগুলো তুমুল ব্যবসা সফল হয়। সর্বশেষ ডিপজল প্রযোজিত ও অভিনীত ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিটি দেখেছেন দর্শক।
Leave a Reply