স্বপ্নবাজ অভিনেতা আহমেদ সাজু। নতুন নতুন স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়ন করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। সাজু বিভিন্ন চরিত্রে নিজেকে দেখতে পছন্দ করেন। হিরো নয় পর্দায় নিজেকে অভিনেতা হিসেবে দেখতে চান তিনি। অভিনেতা হতে গিয়ে কেউ হিরো বানিয়ে ফেললে সেটা বাড়তি পাওনা মনে করেন সাজু। একজন ভালো অভিনেতা হওয়ার জন্য নতুন নতুন চরিত্রে কাজ করছেন। সাজু বর্তমানে ছয়টি ধারাবাহিক নাটকে কাজ করছেন। স্বাধীন শাহ রচিত ইমরান হাওলাদার এর পরিচালনায় ‘ভিলেজ হট্টগোল’। এ নাটকে একজন হোমিও ডাক্তারের ভূমিকা কাজ করেছেন। নাটকটি প্রচার হচ্ছে আরটিভিতে প্রতি রবি সোম ও মঙ্গলবার রাত ৯.২৫ মিনিটে। বরজান খান রচিত ও ফরিদুল হাসান পরিচালিত ‘ফরেন ভিলেজ’। নাটকটি প্রচার হচ্ছে বাংলাভিশনে প্রতি শনি ও রবিবার রাত ৯.৪৫ মিনিটে। এখানে একটা বউ পাগল যুবকের চরিত্রে অভিনয় করেছেন। জাকির হোসেন উজ্জ্বল এর রচনায় ও ফরিদুল হাসান এর পরিচালনায় আরটিভিতে প্রচারের অপেক্ষায় ‘বাহানা’।
মোহাম্মদ শাহবুদ্দিন ও মানুষ পালের রচনায় কায়সার আহমেদ ও আল হাজেন এর পরিচালনায় মেগা ধারাবাহিক ‘গোলমাল’। এখানে একজন ড্রাইভার চরিত্রে অভিনয় করছেন। সোহেল তালুকদারের পরিচালনায় ‘ভ্যাজাইল্লা গ্রাম’। নাজনিম সুলতানা তুলির রচনা ও পরিচালনায় ‘ভূঁইয়া বাড়ির পোলা’ নাটকে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও মোস্তফা মনন ও ফিরোজ কবির ডলার পরিচালনায় দীপ্ত টিভির সাত পর্বের ধারাবাহিক ‘গ্যাং স্টার গণি ভাই’। আহমেদ সাজু বলেন, অভিনয় ভালো পারি কিনা তা জানি না তবে ভালো অভিনয় করার চেষ্টা করছি। সবার দোয়া আর ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।
Leave a Reply