ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিভিন্ন কাভার গান গেয়ে তারকা বনে গেছেন মাহতিম শাকিব। তারপর মৌলিক গান হিসেবে গেয়েছেন নাটকে। অন্যের গান কাভার করেও যে জনপ্রিয়তা অর্জন সম্ভব সে উদাহরণ হরহামেশাই মিলছে। ১৭ বছরের কিশোর মাহতিম শাকিব এরই মধ্যে প্রমাণ করেছেন। কাভার ছাড়াও তার কন্ঠে মৌলিক গান শ্রোতা প্রিয় হয়েছে। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে গান গেয়ে ভাইরাল হন মাহতিম সাকিব। এরপর বেশ কিছু নাটকে ও সিঙ্গেল গান গেয়ে আলোচনায় আসেন তিনি।
বছর শেষে নতুন গান নিয়ে এলেন মাহতিম শাকিব। সম্প্রতি ‘শুধু ভালোবাসি’ শিরোনামের গানচিত্র এমআর বেষ্টমিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। গীতিকার জিয়াউদ্দিন আলমের কথায় গানটি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ। সমুদ্র সৈকত কক্সবাজার নির্মিত ‘শুধু ভালোবাসি’ মিউজিক ভিডিওতে মডেল হয়েছে তারেক জামান ও প্রিয়াঙ্কা চৌধুরী। ক্যামেরায় ছিলেন এ আর রাজু, পরিচালনা করেছেন সাইফুল ইসলাম চৌধুরী।
এ প্রসঙ্গে মাহতিম শাকিব বলেন, ‘জিয়াউদ্দিন আলম ভাইয়ের কথায় এই প্রথম গান গাওয়ার সুযোগ হয়েছে। এর আগে আলম ভাইয়ের বেশ কিছু গান শুনেছি খুবই ভালো লিখেন তিনি। আর রেজওয়ান ভাইতো আমার খুব পছন্দের একজন কম্পোজার। তিনি খুব ভালো মিউজিক করেন। আমার বেশির ভাগ গানই তার মিউজিক করা। ‘শুধু ভালোবাসি’ নিয়ে বলতে হলে বলবো আমার সব গানের থেকে এই গানটি আলাদা একটি গান হবে।’
জিয়াউদ্দিন আলম বলেন, ‘মাহতিম শাকিব এই সময়ের একজন মেধাবী শিল্পী। খুবই ভলো কন্ঠের অধিকারী সে। তার গাওয়ার এর আগে অনেক গানই শুনেছি আমি। বেশ কিছু ভালো গান তার কন্ঠে প্রকাশ পেয়েছে। ‘শুধু ভালোবাসি’ গানটি ওর অন্য গান থেকে আলাদা মনে হয়েছে আমার কাছে। বাকিটা শ্রোতারা ভালো বলতে পারবেন।’
Leave a Reply