তরুণ নাট্যনির্মাতা ও চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পি। প্রতিনিয়ত তার আঁকা ছবিতে সময়ের চিহ্ন খুঁজে বেড়ান। বাপ্পির ছবিতে অজস্র চিহ্নের ছড়াছড়ি। কিছু ছবি হাজার শব্দের চেয়ে বেশি শক্তিশালী এটা বলার অপেক্ষা রাখে না। কিছু ছবি মানুষের ইতিহাস বদলায়, কিছু ছবি মানুষকে স্বপ্ন দেখায় আর কিছু ছবি মানুষকে বাকরুদ্ধ করে। আজ নির্মাতা ও চিত্রশিল্পী নাজমুল হক বাপ্পির জন্মদিন। আজকের দিনে বাপ্পি মোহনগঞ্জের নেত্রকোণায় জন্ম গ্রহণ করেন। জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
চিত্রশিল্পী, নাট্যনির্মাতার বাইরে বাপ্পি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। চিত্র শিল্পে তাঁর বিচরণ ব্যাপক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য পেয়েছেন জাতীয় ও আন্তর্জতিক পর্যায়ে বেশ কিছু পুরস্কার। বিভিন্ন দেশে ৯ টি একক চিত্র প্রদর্শনী দলীয় চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন বাপ্পি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগ থেকে প্রথম শ্রেণী অর্জন করে এম.এফ. এ অর্জন শেষে চায়না থেকে চাইনিজ পেইন্টিং এ রিসার্চ করে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত হোন। ইতিমধ্যে শিল্পী বাপ্পি নাটক নির্মাণ করেও ব্যাপক সাড়া ফেলেছেন। তাঁর নির্মিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে ‘ভালোবাসি আজো’, ‘আকাশ মেঘে ঢাকা’, ‘অসমাপ্ত’ ও ‘অপেক্ষা’।
Leave a Reply