বছর শেষে নতুন গান নিয়ে আসলেন দর্শকপ্রিয় সংগীত শিল্পী কিশোর পলাশ। আজ (৩০ ডিসেম্বর) পলাশের জন্মদিনে ‘টাকা’ শিরোনামের গানটি প্রকাশ হচ্ছে। এর কথা ও সুর করেছেন আবেগী জাকির। সংগীতায়োজনে নমন। মিউজিক ভিডিওসহ নতুন এ গানটি প্রকাশ করছেন জি সিরিজ। নমনের পরিচালনায়, জাহিদ হাসানের সিনেমাটোগ্রাফিতে এ ভিডিওতে মডেল হয়েছেন কিশোর পলাশ নিজেই।
এ প্রসঙ্গে কিশোর পলাশ বলেন, ‘শ্রোতারা সবসময় তার পছন্দের শিল্পীর কাছে নতুনত্ব চায়। তাদের চাহিদার কথা মাথায় রেখে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। যেহেতু আমি মৌলিক গান নিয়েই সবসময় থেকেছি, তাই চ্যালেঞ্জটা নিজের সঙ্গেই। সেই চ্যালেঞ্জ থেকেই প্রথমবারের মত রক ধাঁচের গান করেছি। শতভাগ ভিন্নতা রয়েছে আমার উপস্থাপনায়।’
Leave a Reply