কবি ও নির্মাতা টোকন ঠাকুরকে নিয়ে নির্মিত হলো তথ্যচিত্র ‘দ্য পেইন’। তথ্যচিত্রটির গ্রন্থণা ও পরিচালনায় আছেন গোলাম রাব্বানী। পহেলা জানুয়ারি মধ্যরাতে তথ্যচিত্রটি প্রকাশ করা হয় ইউটিউব চ্যানেলে। নির্মাতা জানান, এই তথ্যচিত্রে মূলত লেখক টোকন ঠাকুরের নির্মাতা হয়ে ওঠার স্ট্রাগল, তার ব্যক্তি জীবন, বেড়ে ওঠা, তার প্রেম-সংসার, চিন্তা দর্শন, রাজনৈতিক অবস্থান, মানবতা, শিল্প সাহিত্য নানান প্রসঙ্গ তুলে ধরা হয়েছে।
এ প্রসঙ্গে টোকন ঠাকুর বলেন, ‘গত শীতে চারুকলার ভেতরে বসে দীর্ঘ আড়াই ঘণ্টা ক্যামেরার সামনে কথা বলেছিলাম। আড়াই ঘণ্টা থেকে কেটে-কুটে ১ ঘণ্টা ২০ মিনিটে এসে গেছে ব্যাপারটা। কবিতা-প্রেম-কাম-সিনেমা-জীবনযাপন-স্বপ্ন দেখা-বিবিধ বিষয়ে পার্সোনাল পার্সেপশন-অভিপ্রায়-ভালো থাকা-মন্দথাকা-ব্ল্যাকআউট-কাঁটা কত কী যে বলেছি রাব্বানীর প্রশ্নের জবাবে। এটি দেখে কারো কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্ন করতেই পারেন, গোলাম রাব্বানীকে।’
Leave a Reply