সড়ক দুর্ঘটনায় মারা গেলেন অভিনেত্রী অদ্বিতীয়া চৌধুরী আশা। সোমবার (৪ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর দারুস সালাম এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা গেছে, গতকাল সোমবার রাতে শুটিং থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা আছে।
ছোটবেলা থেকেই মিডিয়াতে তার পদচারণা শুরু। নাটকে অভিনয়ের পাশাপাশি মডেলিংও করতেন আশা। শিহাব শাহীনের ‘একদিন সোফিয়া’ নামে টেলিফিল্মের মাধ্যমে ছোট পর্দায় নাম লেখান অদ্বিতীয়া আশা। তারপর থেকে নিয়মিত নাটকে কাজ করছেন।
Leave a Reply