আলোচিত ও সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেল সোমবার মধ্যরাতে গান ছাড়ার ঘোষণা দিয়ে পোস্ট করেছিলেন ফেসবুকে। মঙ্গলবার সকালে সেই পোস্ট তার পেজে আর পাওয়া যায়নি। নিজের ভেরিফায়েড পেজে একশ্রেণীর দর্শকদের ওপর আক্ষেপ থেকে এই ঘোষণা দিয়ে বসেন কলকাতার ‘সা রা গা মা’ খ্যাত নোবেল। নোবেলের সেই পোস্টে কি ছিল, যার কারণে মুছে ফেলতে হলো? এমন প্রশ্ন অনেকের মনে জাগতেই পারে।
পোস্টে নোবেল লিখেছেন, ‘দীর্ঘ ১১ মাস দুই বাংলার মানুষকে বিনোদন দেওয়ার প্রতিদান তোমরা ভালোই দিলে আমাকে। মাত্র ২৩ বছর বয়সে বিয়ে করে সংসার এবং চার দেয়ালের চাপে কিছু ভুল স্ট্যাটাস দিয়েছি। এই তো আমার দোষ। ভাবছি গান বাজনা ছেড়েই দেবো। এতেই তো তোমরা খুশি? তবে তা-ই হোক। ভালো থেকো বাঙ্গালী।’
Leave a Reply