রুপালি পর্দার মনোযোগী জনপ্রিয় চিত্রনায়ক মাহমুদুল হাসান ইমন। তবে কিছু দিন যাবৎ তার ভক্তরা নতুন ছবির খবর পাচ্ছিলেন না। অপেক্ষার পালা শেষ। নতুন বছরে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ইমন। নাম ‘বিয়ে আমি করবো না’। এতে ইমনের বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। আব্দুল্লাহ জহির বাবু’র গল্পে সিনেমাটি পরিচালনা করছেন রকিবুল আলম রকিব।
নতুন সিনেমা প্রসঙ্গে নায়ক ইমন জমজমাটকে বলেন, ‘এটি রোমান্টিক কমেডি গল্পের সিনেমা। নতুন বছরটি নতুন ছবি দিয়ে শুরু করছি। ছবির গল্পটি আমাকে মুগ্ধ করেছে। দর্শক নতুন কিছু পেতে যাচ্ছে। শনিবার (১৬ জানুয়ারি) থেকে সাভারে ছবিটির শুটিং শুরু হচ্ছে। একটানা কাজ করে ছবির কাজ শেষ হবে।’
ইমনের হাতে রয়েছে ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘ব্লাড’, সৈকত নাসিরের ‘আকবর’, অঞ্জন আইচের ‘আগামীকাল’ ও ‘কানামাছি’ এবং সাদেক সিদ্দিকীর ‘সাহসী যোদ্ধা’। সম্প্রতি শেষ করেছেন ‘বীরত্ব’ নামের একটি সিনেমা।
Leave a Reply