সংগীত শিল্পী আলিম রওন। তিনি মূলত আধুনিক ও ফোক গান করেন। তবে এবার গাইলেন রবীন্দ্র সংগীত। সম্প্রতি আলিম তিনটি রবীন্দ্র সংগীতে কন্ঠ দিয়েছেন। আমার নিশীথ রাতের বাদল ধারা, ভেঙে মোর ঘরের চাবি, মনে রবে কিনা রবে আমারে গানের মিউজিক ভিডিও অচিরেই প্রকাশ পাবে। এতে মডেল হয়েছেন চিত্রনায়ক আমান রেজা ও জেরিন।
আলিম শিল্পী পরিচয়ের বাইরে একজন উপস্থাপকও। সংগীতকে ভালোবেসে ছোটবেলা থেকে সংগীতে তালিম নেন ওস্তাদ মিলন ভট্টাচার্য, তমাল কান্তি লাহারি, রবিউল হোসাইন, লাইসা আহমেদ লিসার কাছে। ছেলে আমান রেজার আগ্রহে এবার তিনি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। বড় বোনের ছেলে চিত্রনায়ক আমান রেজাকে নিজের সন্তানের মতো আদর করেন তিনি। মিউজিক ভিডিও তিনটি পরিচালনা করেছেন মিনহাজ কিবরিয়া।
আলিম বলেন, ‘প্রথমবার রবীন্দ্র সংগীত গাইলাম। মূলত আমার আধুনিক ও ফোক গান করা হয়। এবার ব্যতিক্রম কিছু করার জন্য রবীন্দ্র সংগীত গাওয়া। আমানের আগ্রহে মিউজিক ভিডিওতে আমাকে দেখা যাবে। আশা করছি গানচিত্র তিনটি সবার ভালো লাগবে।’
Leave a Reply