ভালোবাসা দিবসকে সামনে রেখে মুক্তি পেয়েছে কন্ঠশিল্পী অপূর্ব অপুর নতুন একটি মিউজিক ভিডিও। ‘মনের শহরে’ শীর্ষক এই গানটি লিখেছেন তরুন গীতিকার হাওলাদার সায়ীদ,শফিক মাহমুদের সুরে গানটির সংগীত আয়োজন করেছেন কাউসার খান। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও ওম স্টার মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ গিয়েছে। এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন খান রায়হান। এতে মডেল হয়েছেন স্বাধীন ও নীলা।
নতুন গান প্রসঙ্গে কন্ঠশিল্পী অপূর্ব অপু বলেন, ‘মনের শহরে আসলে একটি রোমান্টিক গান। মেলোডি ঘরানার এই গানটিতে শ্রোতারা প্রেম আবেদনে একেবারে ভিন্ন মাত্রা খুঁজে পাবেন।’ এদিকে অপূর্ব অপুর আরো হাফ ডজন গান এখন মুক্তির অপেক্ষায়। নতুন গানগুলো লায়নিক মাল্টিমিডিয়া, সুরেলা এন্টারটেইনমেন্টসহ একাধিক প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে মুক্তি পাবে বলে জানান অপূর্ব অপু।
Leave a Reply