এ সময়ের পরিচিত গায়ক বিজয় মামুনের কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন একটি রোমান্টিক গান। গানের শিরোনাম ‘ভালোবেসে লাভ নেই’। শিল্পী নিজেই এই গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন। গীতিকার ও লেখক অনুরূপ আইচ এর লেখা নতুন এই গান প্রকাশ পেয়েছে ‘আইচ সং’ এর ইউটিউব চ্যানেল থেকে।
এ প্রসঙ্গে বিজয় মামুন বলেন, জনপ্রিয় গীতিকার অনুরূপ আইচের গান করার খুব ইচ্ছে ছিল আমার। সেই স্বপ্ন পূরণ হলো। এই গান প্রকাশের পর থেকেই ভালো রেসপন্স পাচ্ছি। আশা করি, এই গান যে একবার শুনবেন তার মনে এটা একটা ভালো গান হিসেবে জায়গা পাবে। অনুরূপ আইচ বলেন, দীর্ঘ এক যুগ ধরেই বিজয় মামুন ভালো গান করেন। এতদিন তার গান আমি করবো করবো করে, করা হয়নি। এবার সুযোগ পেয়ে করে ফেললাম ‘ভালোবেসে লাভ নেই’ গানটি।
Leave a Reply