ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। ক্যারিয়ারে প্রায় অর্ধশত ছবির নায়ক তিনি। প্রতিনিয়ত নিজেকে ভেঙ্গে নতুন করে গড়ার চেষ্টায় মত্ত তিনি। শাকিব খানের বাইরে ঢাকাই সিনেমার নির্মাতাদের প্রথম তালিকায় থাকে বাপ্পী চৌধুরীর নাম। যদিও গত বছর করোনার কারণে সবার মতো তারও ভালো কাটেনি। কয়েকটি ছবি মুক্তির কথা থাকলেও পরিবেশ অনুকূলে না থাকার কারণে চলতি বছর ছবিগুলো মুক্তি পাবে। পুরানো বছরের সব ব্যর্থতা ভুলে নতুন বছর নিয়ে আশায় বুক বাঁধতে চান এ নায়ক।
২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে বাপ্পীর শুরু। এরপর পর্দায় এসেছেন তিন ডজনেরও অধিক সিনেমা নিয়ে। ব্যর্থতার গল্পের চেয়ে সাফল্যর গল্পই বেশি। বর্তমানে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘সিক্রেট এজেন্ট’, দীপংকর দীপনের ‘ঢাকা ২০৪০’, ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের কোভিড-১৯’, অপূর্ব রানার ‘গিভ এন্ড টেক’ সহ বেশ কয়েকটি সিনেমা বাপ্পীর হাতে। মুক্তির অপেক্ষায় রয়েছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’, বেলাল সানীর ‘জেঞ্জার জোন’, আশরাফ শিশিরের ৫৭০ সহ বেশ কয়েকটি ছবি। এদিকে, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে বাপ্পী-অপু বিশ্বাস জুটির ‘প্রিয় কমলা’। মুজিববর্ষ উপলক্ষে স্বাধীনতা দিবসে মুক্তি দেবার লক্ষ্যে নির্মিত হয়েছে সিনেমাটি। ছবিটি পরিচালনা করেছেন অভিনেতা, পরিচালক ও প্রযোজক শাহরিয়ার নাজিম জয়। গত বছরের শেষের দিকে সিনেমাটির শূটিং শুরু হয়। মুক্তি দেবার কথা ছিল বিজয় দিবসে। কিন্তু সেই সময় তাড়াহুড়া করে আর মুক্তি দেয়া সম্ভব হয়নি। তাই আসছে মার্চে ছবিটি মুক্তি পাচ্ছে।
ছবিতে বাপ্পী নিজেকে ভেঙ্গে নতুন করে আবিস্কার করেছেন। চেনা গণ্ডি থেকে বেরিয়ে নিজেকে নতুন লুকে ‘প্রিয় কমলা’ ছবিতে উপস্থাপন করেছেন। যা দর্শক পর্দায় দেখতে পাবে। যদিও নতুন লুকের এক ঝলক ফেসবুকে দেখে নেটিজেনরা বাপ্পীর প্রশংসা করেছেন। এ প্রসঙ্গে বাপ্পী বলেন, ‘চরিত্রের প্রয়োজনেই এই নতুন লুক ধারণ করেছি। দিনরাত এক করে শূটিং করেছি। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত এ ছবিটি। যুদ্ধের সময় একেবারের অজপাড়াগাঁয়ের নিটোল প্রেমের গল্প ‘প্রিয় কমলা’। আশা নয় বিশ্বাস দর্শক ছবিটি পছন্দ করবে। চলতি বছর আমার বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে। মার্চেই তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আশা করছি হলবিমুখ দর্শক এ ছবির মাধ্যমে ফের হলমুখি হবে।’
Leave a Reply