করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে ভ্যাকসিন নিলেন নব্বই দশকের পর্দা কাঁপানো অভিনেতা নাঈম। আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা সাস্থ্য কমপ্লেক্স থেকে এ ভ্যাকসিন নেন। এ প্রসঙ্গে নাঈম বলেন, আজ টাঙ্গাইলের উপজেলা সাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার ভ্যাকসিন নিয়েছি আল্লাহ রহমতে ভাল আছি। আপনারাও ভ্যাকসিন নিয়ে নিন। এক সঙ্গে তিনি সবাইকে টিকা নেওয়র আনুরোধ করেছেন।
পরিচালক এহতেশামুর রহমান এর ‘চাঁদনী’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন দেশের তুমুল জনপ্রিয় এই অভিনেতা। তাঁর অভিনীত প্রায় সব চলচ্চিত্রে ছিলেন স্ত্রী শাবনাজ। একে একে নাঈম উপহার দিয়েছেন দিল, জিদ, অনুতপ্ত, সোনিয়া, সাক্ষাৎ, টাকার অহংকার, ফুল আর কাঁটা, চোখে চোখে সহ অসংখ্য ছবি।
Leave a Reply