জমজমাট ডেস্ক
বরাবরই যৌন উত্তেজক পোশাকে ধরা দেন কলকাতার তারকা নায়িকা নুসরাত জাহান। এসব পোশাকের ভেতরের অন্তর্বাস উকি মারে। এসব ছবিতে প্রায়শ: ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে ‘ভিক্ট্রি’ সাইন দেখিয়ে পোজ দেন নুসরাত জাহান। ছুটির মেজাজে ছবি দিতেই ফের মন্তব্যের ভিড় অভিনেত্রীর পোস্টে। তবে নজর কেড়েছে এই টলি নায়িকার পরণের জামার ফাঁক থেকে উঁকি দেওয়া ট্যাটু! তাইতো শোরগোল পড়ে গেছে – কার নাম লেখা নুসরাতের বুকে?
কলকাতার গণমাধ্যম থেকে জানা গেছে, যশ নয়, নিখিল জৈনও নয় টলিউডের ফিসফাস বলে, ওই ট্যাটু ঘিরে নাকি লুকিয়ে আছে নায়িকার কিশোরীবেলার গোপন অতীত! তাতে লেখা ‘ভিক্টরি’। কিন্তু আগে নাকি সেটা ছিল ভিক্টর। কানাঘুষো শোনা যায়, নুসরাতের শৈশবের বিশেষ বন্ধু ভিক্টর ঘোষের নামই নাকি একদা জ্বলজ্বল করতো তার বুকে। এও রটেছিল, ভিক্টরকে নাকি বিয়েও করেছিলেন তিনি। পরবর্তীতে ভিক্টর এর সঙ্গে তিনি বাড়তি ‘ওয়াই’ যোগ করে নিয়ে ভিক্টরি করেছেন, শোনা যায় এমনটাই।
যদিও এই প্রসঙ্গে নুসরাত কোনোদিনই কোনও কথা বলেননি। তবে নেটপাড়ার একাংশ, সেই ছবি দেখে তার শারীরিক গড়ন নিয়েও কটু কথা বলছে।রাজনীতির ‘গ্ল্যামার গার্ল’ এখন নিজস্ব দুনিয়ায় ব্যস্ত। বসিরহাটের বিদায়ী সাংসদ গেলো পাঁচ বছরে বারবার নিজস্ব সংসদীয় কেন্দ্রের জমা বিতর্কের আগুনে ‘ঠান্ডা’ পদক্ষেপ নিয়ে সমালোচনায় জড়িয়েছেন।
জানা যায়, তবে রাজনীতি, বিতর্ক থেকে দূরে থাকতে চাইলেও বিতর্ক কিন্তু নুসরাতের পিছু ছাড়েনি। বরং ছায়াসঙ্গীর মতোই রয়ে গেছে। এবার থাইল্যান্ডে ঘোরার ছবি শেয়ার করে ফের ট্রলের মুখে এই অভিনেত্রী।
Leave a Reply