রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০০ অপরাহ্ন

কানে লাল বেনারসিতে মুগ্ধতা ছড়াচ্ছেন ভাবনা

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১৮ মে, ২০২৪

জমজমাট ডেস্ক

ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহর কানে বসেছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব।’ গত ১৪ মে জমকালো আয়োজনে বসেছে এই উৎসবের ৭৭তম আসর। এ উপলক্ষে নজরকাড়া লুকে কান শহরে হাজির হচ্ছেন বিশ্বের সব তারকারা। পিছিয়ে নেই বাংলাদেশের অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও।

কোনো চলচ্চিত্রের ব্যানারে নয়, কান চলচ্চিত্র উৎসবের অভিজ্ঞতা নিতে প্রথমবারের মতো সেখানে গিয়েছেন তিনি। নিজেকে আলাদাভাবে জানান দিতে একেকদিন একেক ডিজাইনের পোশাক পরে আসছেন লাইমলাইটে।

নজরকাড়া লুকে হাজির হয়ে রীতিমতো সবাইকে চমকে দিচ্ছেন ভাবনা। সেই ধারাবাকিতায় এবার লাল বেনারসি কাতান কাপড়ের ওপর কাস্টমাইজ করা মিডি ড্রেসে মোহনীয় রূপে ধরা দিলেন এই অভিনেত্রী।

গত ১৭ মে সামাজিক যোগাযোগমাধ্যমে লাল বেনারসি পরা কয়েকটি ছবি শেয়ার করেছেন ভাবনা। নতুন এই পোশাকে ছবি প্রকাশের পর নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি।

কেউ বলেন, নান্দনিক! ঝলসে দিয়েছ চারদিক! মুগ্ধতা জানালাম। ভাবনার এক ভক্ত বলেন, আমি আশা করি আপনার আনন্দ এবং হাসিতে ভরা একটি দুর্দান্ত সময় কাটবে। মুহূর্তগুলোকে লালন করুন এবং সুন্দর স্মৃতি তৈরি করুন।

প্রসঙ্গত, আগামী ২৫ মে পর্যন্ত এই চলচ্চিত্র উৎসব। ততদিন পর্যন্ত হয়তো সেখানে নিত্য নতুন নজরকাড়া সব পোশাকে দেখা যাবে ভাবনাকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ