গুরুতর অসুস্থ অবস্থায় কানাডার টরোন্টোর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ‘ছুটির ঘন্টা’ খ্যাত প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমানকে। ফেসবুকে খবরটি নিশ্চিত করেছেন পরিচালকের মেয়ে আলিয়া রহমান বিন্দি। তিনি লিখেন, আমার বাবা চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান বর্তমানে অসুস্থ। তার ফুসফুসে পানি চলে আসার কারনে গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনারা সকলে আমার বাবার সুস্থতার জন্য দোয়া করবেন।
অনেক সফল চলচ্চিত্রের পরিচালক আজিজুর রহমান। ১৯৫৮ সালে ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে এহতেশামের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র ময়মনসিংহের লোককথা নিয়ে ‘সাইফুল মূলক বদিউজ্জামান’। মুক্তি পায় ১৯৬৭ সালে। এখন পর্যন্ত তিনি ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ছুটির ঘণ্টা, অশিক্ষিত, মাটির ঘর, জনতা এক্সপ্রেস, সাম্পানওয়ালা, ডাক্তার বাড়ি, গরমিল ও সমাধান ইত্যাদি।
Leave a Reply