দীপ্ত টিভির ‘মান-অভিমান’র বীথি চরিত্র করে ইতিমধ্যেই সবার কাছে সুপরিচিত হয়েছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। অন্যদিকে দেশের অন্যতম চিত্রগ্রাহক হিসেবে সবার কাছে সমাদৃত সাহিল রনি। এই দুজন দীর্ঘদিনের সম্পর্কের পর এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। সম্প্রতি রাজধানীর বাংলামোটরের ওয়াটারফল রেস্টুরেন্ট ও কনভেনশন হলে কাছের মানুষ ও তারকাদের উপস্থিতিতে জাঁকজমকভাবে সাহিল-তিথির বিবাহ অনুষ্ঠান হয়।
প্রসঙ্গত, তিথি অভিনীত মান-অভিমান ইতিমধ্যেই ৬০০ পর্বের মাইলফলক স্পর্শ করেছে। এত পথ অতিক্রম করেও ধারাবাহিকটি দর্শকপ্রিয়তায় শীর্ষস্থানটি ধরে রেখেছে। অন্যদিকে ডিওপি হিসেবে সাহিল রনি এ পর্যন্ত কাজ করেছেন ‘দেশা দ্য লিডার’, ‘তার কোনো নাম নেই’, ‘মুখোশ মানুষ’, ‘চিরঞ্জীব মুজিব’, ‘প্রীতিলতা’, ‘গাঙকুমারী’, ‘স্ফুলিঙ্গ’ সিনেমাসহ অসংখ্য নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনে। ডিওপি হিসেবে চাকরিও করেছেন দীপ্ত টিভিতে। তিনি নির্মাতা হিসেবে স্বল্পদৈর্ঘ্য ‘মানুষ’ নির্মাণ করেছেন।
Leave a Reply