ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী আব্দুন নূর সজল-ঐন্দ্রিলা আহমেদ। তাদের জুটি করে নাট্যনির্মাতা দীপু হাজরা নির্মাণ করেছেন নাটক ‘ফেইক লাভ’। আহসান হাবিব সকালের রচনায় নাটকটিতে আরও অভিনয় করেছেন পাভেল ইসলাম, মাহা সিকদার, মীর শহীদ, আবির খান, হিমি, হিয়া প্রমুখ। আগামীকাল শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় নাটকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।
নাটক প্রসঙ্গে দীপু হাজরা বলেন, গল্পটি একটু ব্যতিক্রম। আর সজল ও ঐন্দ্রিলার সাথে এটি আমার প্রথম নাটক। ওরাও অনেক ভালো করেছে। বেশ ভালো একটি কাজ হবে বলে আশা করছি। ঐন্দ্রিলা বলেন, দীপু ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। নাটকের গল্প ও কাস্টিং ভালো ছিল। আমিও আমার সর্বোচ্চটা দেবার চেষ্টা করেছি। এ নাটকের মাধ্যমে প্রায় ১০ বছর পর সজল ভাইয়ের বিপরীতে আবার ক্যামেরার সামনে দাড়ালাম। তাই অনুভূতিটা একটু অন্য রকম ছিল। আশা করছি সবাই নাটকটি পছন্দ করবে।
Leave a Reply