ঢাকাই সিনেমার এ প্রজন্মের চিত্রনায়ক আমান রেজা। একের পর এক নতুন সিনেমার খবর দিচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত ‘যন্ত্রণা’ নামের নতুন একটি ছবির শুটিং শুরু করেছেন তিনি। আজ সোমবার (১ মার্চ) পূবাইলে অংশ নিয়েছেন আমান। এতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাকে। তার বিপরীতে রয়েছেন প্রিয়াংকা জামান। এছাড়াও সম্প্রতি শেষ করেছেন আব্দুল আলিম নামের এক শিল্পীর গাওয়া দুটি রবীন্দ্রংগীতের শুটিং।
তার গাওয়া এই দুটি গান হলো-‘মনে রবে কি না রবে আমারে’ এবং ‘ভেঙে মোর ঘরের চাবি’। ভিডিও দুটির নির্মাতা মিনহাজ কিবরিয়া। এগুলোর শুটিং হয়েছে ঢাকার লালবাগ, গুলশান, হাতিরঝিল প্রভৃতির এলাকায়। কিছুদিনের মধ্যে দেশের শীর্ষ কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ভিডিও দুটি প্রকাশ পাবে। আমান রেজা বলেন,এই সিনেমার গল্প মূলত পুলিশ অফিসারকে ঘিরে। নিজের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য সব ধরনের পরিশ্রম করতে রাজি আছি। আশা করছি ছবিটি দর্শকদের ভালো লাগবে।
Leave a Reply