ফের নতুন একটি চলচ্চিত্রে জুটি হলেন চিত্রনায়িকা আঁচল আঁখি ও চিত্রনায়ক জয় চৌধুরী। শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমার নাম ‘এক পশলা বৃষ্টি’। ছবিটি পরিচালনা করছেন জাফর আল মামুন। এর আগে আঁচল-জয় জুটি হয়ে অভিনয় করেন মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘আয়না’ নামের একটি সিনেমায়। বর্তমানে ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। গত মাসের ২৪ তারিখ থেকে ‘এক পশলা বৃষ্টি’ নামের নতুন ছবির শুটিং শুরু করেন আঁচল-জয়।
এ প্রসঙ্গে আঁচল আঁখি বলেন, ‘ছবিতে আমার চরিত্রের নাম সুমনা। ডাক্তারের চরিত্রে অভিনয় করেছি। পরিবার নিয়ে হলে গিয়ে দেখার মতো সিনেমা। দর্শকদের বিনোদন দিতে যা যা দরকার সবই আছে এ সিনেমায়। আশা নয় বিশ্বাস দর্শক নতুন সিনেমাটি পছন্দ করবে। শাপলা মিডিয়াকে ধন্যবাদ এই সময়ে এতো চমৎকার একটি উদ্যোগ নেবার জন্য।’
জয় চৌধুরী বলেন, ‘শামীম চরিত্রে অভিনয় করছি। স্বপ্নবাজ একটি ছেলের গল্প। সব সময় স্বপ্ন দেখতে পছন্দ করি। বাবা-মায়ের আদরের সন্তান। সব সময় বিশ্বাস করি এবং আশায় থাকি আমার জীবনে কেউ স্বপ্নের রানী হয়ে আসবে। তাকে না পাওয়া পর্যন্ত কোন মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না। সব কিছু মিলিয়ে অন্য রকম একটি গল্পের সিনেমা।’
Leave a Reply