সুমন পকেটমার, রাজন মুরগী চোর, মোহন কলা চোর। চুরির সূত্র ধরে তাদের পরিচয় ঘটে এবং সুমন তাদের গুরু হিসেবে অধিষ্ঠিত হয়। এরা তিনজন তিনমুখি। এই সমস্যা সমাধানের জন্য সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটি কয়েনকে অবলম্বন করে। প্রথম দিকে তাদের উদ্দেশ্য বোঝা না গেলেও এক সময় গ্রামের মানুষের কাছে ধরা পড়ে যায়। আমান একজন প্রভাবশালী লোক। কিন্তু চরিত্রে সমস্যা রয়েছে। আমানের শ্যালীকা নুপুর কয়েক দিনের জন্য বেড়াতে আসে। এসেই ঘটনাক্রমে পরিচয় ঘটে ফ্ল্যাক্সি দোকানদার মিলনের সাথে। তারপর গভীর সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়া।
আমান বিষয়টি জানতে পারে। এ নিয়ে বেশ জটিলতা সৃষ্টি হয়। এমনই গল্পে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘গুড়েবালি’। জাহিদ বাবুল এর রচনায় ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন আশফাক সাজু। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরফান আহমেদ, ফারজানা রিক্তা, ইমু শিকদার, সোহেল খান, সাব্বির আহমেদ, জয় রাজ, কাজী রাজু, আশরাফুল আশিষ, মুকুল সিরাজ, শফিক খান দিলু, শিশির আহমেদ, হেদায়েত উল্লাহ তুর্কী, মোকারম মামুন, ছোয়া মনি, শিখা কর্মকার, আশমা শিউলী, শেখ স্বপন, সাবরিনা তন্বী প্রমুখ। পরিচালক আশফাক সাজু জানান, প্রতি রবি থেকে বুধবার ৬:৩০ মিনিটে এসএ টিভির পর্দায় খুব শীঘ্রই ধারাবাহিকটি প্রচার শুরু হবে।
Leave a Reply