না ফেরার দেশে চলে গেলেন সংগীতশিল্পী জানে আলম। মঙ্গলবার (২ মার্চ) দিবাগত রাত পৌনে ১০টার দিকে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি….রাজিউন)। জানা গেছ, এক মাস আগে জানে আলম করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর করোনা নেগেটিভ হলেও নিউমোনিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত হন। এর জন্য গেল এক মাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে মঙ্গলবার তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হলো না। সবাইকে একা ফেলে চলে গেলেন তিনি।
জানে আলম শুধু কণ্ঠশিল্পীই নন, তিনি একজন সুরকার, গীতিকার, প্রযোজকও ছিলেন। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম দোয়েল প্রোডাক্টস। একটি গন্ধমের লাগিয়া, ইশকুল খুইলাছে, বৈশাখে তোমার সাথে হইলো আমার পরিচয়, দীঘির জলে ঢিল মারিলে জলতরঙ্গ হইয়া যায়, কালি ছাড়া কলমের মূল্য যে নাই সহ অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী জানে আলম। দীর্ঘ প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে গান করেছেন তিনি। স্টেজ, টিভি লাইভ, অ্যালবাম- প্রত্যেক জায়গাতেই নিজের সরব উপস্থিতির মাধ্যমে শ্রোতাদের মন ভরিয়ে তুলেছেন।
Leave a Reply