কাজী আনোয়ার হোসেনের থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’ আসতে চলেছে বড় পর্দায়। এই সিনেমা তৈরির খবর প্রকাশিত হচ্ছে প্রায় দুবছর ধরে। এর আগে বেশ কয়েকবার এর শুটিং পিছিয়ে যায়। তবে গত ১ মার্চ চট্টগ্রামে ছবির চিত্রায়ণ শুরু হয়েছে। এরই মধ্যে ছবিটিতে যুক্ত হয়ে প্রথম লটের শুটিং শেষ করেছেন অভিনেতা বিলাশ খান। অচিরেই দ্বিতীয় লটের শুটিংয়ে ঢাকায় অংশ নিবেন। ছবিটি পরিচালনা করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী নির্মাতা সৈকত নাসির।
নতুন ছবি প্রসঙ্গে বিলাশ খান বলেন, ‘দীর্ঘ বিরতি শেষে সৈকত নাসির পরিচালিত ‘বর্ডার’ সিনেমাতে কাজ করি। বর্তমানে এটি মুক্তির অপেক্ষায় আছে। এরই মধ্যে চট্টগ্রামে অংশ নিয়ে শেষ করেছি নতুন সিনেমা ‘মাসুদ রানা’ সিনেমার কাজ। ভালো একটি ছবির সাথে যুক্ত করার জন্য নির্মাতাকে ধন্যবাদ। ছবিটি নিয়ে খুবই আশাবাদী। পরিচালক গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের সুযোগ করে দিয়েছেন। নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি কাজটি ভালো করার। আশা করছি ছবিটি দর্শক গ্রহণ করবে।’
বিলাশ অভিনীত মুক্তির অপেক্ষায় আছে একই নির্মাতার ‘বর্ডার’। এ ছবি দিয়ে নাসিরের সিনেমায় দীর্ঘ পাঁচ বছর পর অভিনয় করলেন বিলাশ খান। এর আগে সৈকত নাসিরের সাথে প্রথম কাজ করেন ‘হিরো ৪২০’ সিনেমায়। বিলাশের উল্লেখযোগ্য ছবির মাধ্যে রয়েছে ‘শিকারী’, ‘হিরো ৪২০’, ‘রক্ত’, ‘মনে রেখো’ ও ‘অন্ধকার জগৎ’ ছবিগুলো।
Leave a Reply