সম্প্রতি সঙ্গীতার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেলো এ সময়ের সঙ্গীতশিল্পী মেজবা ও বৃষ্টির ডুয়েট গান ‘ইশারা’। গানটির কথা ও সুর করেছেন শিল্পী মেজবা নিজেই। সঙ্গীত করেছেন রেজওয়ান শেখ। এই গানে মডেল হয়েছেন জনি ও বিথি। ভিডিও পরিচালনায় সাকিব মাহমুদ, ক্যামেরায় সাগর আহমেদ, এডিটিং সোভন সরকার ও ড্রোনে নাসিম।
নতুন এই গান সম্পর্কে শিল্পী মেজবা বলেন, এই গানটি আমাদেরর দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের ফসল। আশাকরি, শ্রোতা ও দর্শকদের কাছে ভালো লাগবে। তাদের উৎসাহ ও ভালোবাসা পেলে আমাদের গানটি জনপ্রিয়তা পাবে। “ইশারা” ডুয়েট গানটিতে মেজবার সহ শিল্পী হিসেবে আছেন কন্ঠশিল্পী বৃষ্টি ।
উল্লেখ্য, শিল্পী মেজবা অনেক দিন ধরে গান করে আসছেন। এর পূর্বে দেশের সেরা সেরা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তার প্রকাশিত গানের মধ্যে কিছু তুলে ধরা হলো : জনপ্রিয় মেধাবী গীতিকার অনুরূপ আইচের লিখা “ঝরছে বৃষ্টি” ও “ফটো” , সালাহউদ্দীন সাগরের লিখা ও এফ এ প্রীতম এর সুরে ভারতের কণ্ঠশিল্পী আশা সিজুর সাথে ডুয়েট হিন্দী গান “প্রিয়া”, বাধন রাজের কথা ও সুরে “কত সুখে আছি আমি”,এস কে সাগর শান এর কথা ও সুরে “ভালোবাসি”, এ ছাড়াও শিল্পী মেজবার নিজের কথা ও সুরে “একটু শোন”, “চুপটি করে” এবং “লাভার বয়”।
Leave a Reply