নতুন প্রজন্মের প্রতিভাবান মডেল অপ্সরা। মিডিয়াতে কাজ করার ইচ্ছে ছোটবেলা থেকেই নবাগত অপ্সরা’র। অপ্সরা’র কাজের শুরুটা বিটিভির একক নাটক কিডন্যাপ দিয়ে প্রধান কেন্দ্রীয় চরিত্রের গল্প দিয়ে শুরু। মিডিয়াতে নতুন হিসেবে কাজ করে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি৷ অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশুনা করছেন অপ্সরা। বেশকিছু মিউজিক ভিডিওতে কাজ করছেন তিনি এছাড়াও রয়েছে নাটক- কৃষাণ, বিটিভিতে মগের মুল্লুক, এশিয়ান টিভিতে আমি যে কে তোমার, আরটিভিতে হৃদয়ের ক্যানভাসে, এনটিভিতে `শুধু তুমি’।
নবাগত অপ্সরা বলেন, ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছে আছে আমার। আমি ভালো অভিনেত্রী হতে চাই। বড় অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছেন অপ্সরা। বড় ভালো একজন অভিনেত্রী হতে চান এটাই তার স্বপ্ন। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে কাজ করছেন তিনি।
Leave a Reply