শীঘ্রই আসিতেছে গীতিকার জুলফিকার জাহেদী এর কথায় এই প্রথম ইংলিশ গান।গানটিতে সুর, সঙ্গীত ও কণ্ঠ দিয়েছেন ভেনিজুয়েলার সংগীত শিল্পী লুনা।এতে মডেল হয়েছেন কলকাতার পূর্বা সরকার।পরিচালনা করেছেন গীতিকার জুলফিকার জাহেদী। গানটি ভিডিও চিত্রায়ন কলকাতার বিভিন্ন লোকেশনে দর্শক একটা ভালো গান এর সাথে সাথে ভালো ভিডিও ও উপভোগ করবেন বলে পরিচালক জানিয়েছেন।
এ প্রসঙ্গে মডেল পূর্বা সরকার বলেন, এই প্রথম কোনো আন্তর্জাতিক কাজ এ আমি নিজেকে সাজালাম , আমি খুব আশাবাদী গান টি নিয়ে। শুধু কলকাতা বা বাংলাদেশ এই না , বরং বিশ্বব্যাপী গান টা একটা জায়গা করে নিবে। শিরোনাম মডেল পূর্বা সরকার আরও বলেন, আমি এই প্রথম বাংলাদেশ এর গীতিকার এবং পরিচালক, জুলফিকার জাহেদী মডেল হিসাবে কাজ করলাম।ভালো আয়োজনে শুটিংয়ের কাজ করতে পারায় আমি মুগ্ধ।
গীতিকার জুলফিকার জানান, কাজ টি আমরা খুব প্ল্যান সহকারে এ করেছি আর পূর্বা সরকার ভীষণ প্রতিভাময় শিল্পী । আমি তাকে নিয়ে ভবিষ্যৎ এ আরও ফিল্ম এর কাজ করার পরিকল্পনা করছি। ঈদে গানটি প্রকাশ করা হবে জুলফিকার জাহেদী এর ইউটিউব চ্যানেলে।
Leave a Reply