করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাই বাসায় ফিরে গেছেন এ তারকা। এ সময় সঙ্গে ছিলেন তার বাবা পপসংগীত তারকা ফেরদৌস ওয়াহিদ।
হাবিব গত ১ এপ্রিল হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ‘হাবিব ওয়াহিদ এখন সম্পূর্ণ সুস্থ। উনার বাবা আজ বিকাল ৫টার দিকে নিয়ে গেছেন। কিছু দিন বেডরেস্টে থাকবেন তিনি।
এর আগে হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল, ১ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে সেখানে ভর্তি হয়েছিলেন হাবিব। যদিও নমুনা পরীক্ষায় ফল নেতিবাচক এসেছে। চিকিৎসক জানিয়েছিলেন, তার জ্বর ও কাশি আছে। সঙ্গে শরীরও দুর্বল। এছাড়াও তার ফুসফুস ৩০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে।
Leave a Reply