শাপলা মিডিয়ার ব্যানারে নতুন একটি সিনেমায় ‘চোখ’। ছবির পরিচালক আসিফ ইকবাল এরই মধ্যে ২৫টি নাটক বানিয়েছেন। বানিয়েছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও। এবারই প্রথম তিনি চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অনামিকা মণ্ডল।
আসিফ ইকবাল জুয়েল বলেন, ‘হরর, থ্রিলার ও করপোরেট—এ তিন ধরনের গল্পে ছবির কাহিনি এগিয়ে যাবে। একেবারে নতুন ধরনের একটা ধারায় গল্পটা বলার চেষ্টা করব। এখন থেকে চলচ্চিত্র নিয়মিত পরিচালনা করতে চাই। আশা করি দর্শকদের ভালোবাসা পেলে আমার প্রথম চলচ্চিত্র বাজিমাত করবেই। তিনি আরও জানান, এই ছবিতে অভিনয় করছে নিরব-বুবলী ও রোশন। সামনে আরও কিছু কাজ নিয়ে কথা হচ্ছে। সবকিছু ঠিকঠাক হলে সবাই কে জানিয়ে দিব। সামনে খুব শিগগির যেকোনো বড় উৎসবের মুক্তি পাবে “চোখ”।
উল্লেখ্য, নিরব ও বুবলী ছাড়াও এতে আরো অভিনয় করেছেন চিত্রনায়ক রোশান, শহিদুজ্জামান সেলিম প্রমুখ। গত ১৯ ফ্রেব্রুয়ারি শুরু হয় ছবিটির শুটিং। ঢাকা ও নারায়ণগঞ্জে ছবিটির দৃশ্য ধারণ হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রযোজনা প্রতিষ্ঠানের।
Leave a Reply