না ফেরার দেশে চলে গেলেন স্বর্ণ দিনের চিত্রনায়ক ওয়াসিম। বাংলা সিনেমার উজ্জল নক্ষত্র বাণিজ্যিক অ্যাকশন, বিশেষ করে ফোক-ফ্যান্টাসি সিনেমার এক নম্বর আসনটি দখল করে নিয়েছিলেন। শনিবার দিবাগত ১২টা ৩০ মিনিটে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
ওয়াসিমের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বরেণ্য এ অভিনেতার বিয়োগান্তে শোক প্রকাশ করে আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন তার ভক্ত ও অনুরাগীরা।
চিত্রনায়ক ওয়াসিমের মৃত্যুর খবরে শোকাহত চিত্রনায়ক ওমর সানি। সদ্য প্রয়াত এই অভিনেতাকে নিয়ে শনিবার দিবাগত রাতে নিজের ব্যাক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ওমর সানি লিখেছেন, আমার ছোটবেলার স্বপ্নের নায়ক ওয়াসিম ভাই, তাকে দেখার জন্য এফডিসির গেটের দারোয়ানের, থাক সে কথা, সুপারস্টার কাকে বলে, তাকে আমি দেখেছি আজ তার মৃত্যুর সংবাদ মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে, আর পারছিনা আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করুন।
Leave a Reply