বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৬:৪৬ পূর্বাহ্ন
Uncategorized

একসঙ্গে নোলকের দু’টি দেশাত্ববোধক গান

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

বাংলাদেশে যখন রিয়েলিটি শো শুরু হলো , রিয়েলিটি শো’র বিস্ময় বালক ছিলেন নোলক। সেই নোলক মাঝে কিছুটা গানে অনিয়মিত হলেও এখন তিনি গানের পুরোপুরি নিয়মিত। গানকে ভালোবেসে প্রতিদিনই রয়েছে তার ছুটে চলা। এই লকডাউনের দিনগুলোতেও বসে নেই নোলক। একের পর এক কাজ করে যাচ্ছেন তিনি। স্ত্রী মৌ, ছেলে আদর, আদিয়াত ও একমাত্র মেয়ে আরাফাকে নিয়ে তার সুখের সংসার। সংসারে যেমন ভীষণ মনোযোগী এখন নোলক গানের ক্যারিয়ার নিয়েও তিনি এখন আরো বেশি সিরিয়াস। যদিও কিছুটা মন খারাপ তার। কারণ লকডাউনের কারণে তার প্রায় দশটি স্টেজ শো বাতিল করা হয়েছে। তা না হলে রোজার মাস শুরু হবার আগে দিন রাত তাকে স্টেজ শো নিয়েই ব্যস্ত থাকতে হতো। এদিকে এরইমধ্যে নোলক দুটি দেশাত্ববোধক গান গেয়েছেন। একটি ‘বাংলায় ভালোবাসি’, অন্যটি ‘বাংলা আমার মা’। ‘বাংলায় ভালোবাসি’ এরইমধ্যে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। ‘বাংলা আমার মা’ গানটি শিগগিরই প্রকাশ পাবে বলে জানালেন নোলক। এছাড়াও ‘প্রেমের কারিগর’ ও ‘ কোনটা আমার বসত বাড়ি’ শিরোনামের দুটি গানের কাজ শেষ হয়ে আছে। মিউজিক ভিডিও নির্মাণের কাজও শেষ। সবগুলো গান লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন ফিদেল নাইম, সঙ্গীতায়োজন করেছে ওয়াহীদ শাহীন। গত দশ রমজানে ইউটিউবে প্রকাশিত হলো নোলকের গাওয়া ইসরাশিক গান ‘ইয়া নবী মুহাম্মদ’। গানটি লিখেছেন ও সুর করেছেন স্বপন আহসান।

নতুন নতুন গান প্রসঙ্গে নোলক বলেন,‘ অবশ্যই ধন্যবাদ দিতে চাই শেখ নজরুল ভাইকে আমাকে এতোগুলো নতুন গান গাওয়ার সুযোগ করে দেবার জন্য। ফিদেল নাইম চমৎকার সুর করেছেন। প্রত্যেকটি গান গেয়ে আমি তৃপ্ত। আমার বিশ^াস সবগুলো গানই শ্রোতা দর্শকের ভালোলাগবে। আর আমি আমার স্ত্রী, সন্তান নিয়ে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, সুখে আছি। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন সবসময় সুস্থ থাকি, ভালো থাকি।’ এদিকে গত বৃহস্পতিবার নোলক আরটিভির ফোক স্টুডিওর জন্য তিনটি গান গেয়েছেন। গানগুলো হলো ‘শোনগো রূপসী কন্যা’,‘ এই পৃথিবী যেমন আছে তেমন রয়ে যাবে’ ও ‘মিছে মায়ায় মজলে’। নোলক বলেন, ‘আরটিভির এই আয়োজনও এক কথায় অসাধারন। শ্রোতা দর্শকের কাছে ফোক গানগুলো জনপ্রিয় করে তোলার জন্য আরটিভি কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ