আজ (২৯ জুন) বাংলা চলচ্চিত্রের নব্বই দশকে দর্শকজনপ্রিয় আলোচিত চিত্রনায়িকা শাবনূর।দীর্ঘদিন তাকে চলচ্চিত্রে পর্দায় দেখা যায়নি। এতোদিন অপেক্ষার অবসান শেষ করে ভক্তদের নতুন সিনেমা আসছেন ‘অপরাজিতা’। নির্মাতা শাহরিয়ার অনিকের পরিচালনায় ‘অপজিতা’র সিনেমার পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পোস্টারে ঘোমটার আড়ালে ক্ষত-বিক্ষত শাবনূরের এসিডদগ্ধ মুখের একপাশ ফুটে উঠেছে।
শাবনূর ক্যাপশনে লিখেছেন, ‘দীর্ঘ বিরতির অবসান! পরিস্থিতি স্বাভাবিক হলে ‘অপরাজিতা’ হয়ে আসবো আপনাদের মাঝে! সবার দোয়া প্রার্থী।’ শাবনূর বর্তমানে সন্তান আইজানকে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। প্রয়াত সালমান শাহ’র সঙ্গে জুটি বেঁধে ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘দুই নয়নের আলো’সহ বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।
Leave a Reply