করোনা ভাইরাসের কারণে পাল্টে গেছে জীবনের গতিপথ।দীর্ঘ তিন মাস ঘরবন্দি থাকার পর কাজে ফিরেছেন শিল্পীরা। সম্প্রতি পূবাইলের বিভিন্ন লোকশনে দৃশ্য ধারণ হয়েছে ঈদুল আযহার বিশেষ একক নাটক ‘ছোট ভাই’।
টিপু আলম মিলন এর গল্পে সুবাতা রাহিক জারিফার রচনায় নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, জয়রাজ, রাশেদ সীমান্ত, তানিয়া বৃষ্টি সহ আরো অনেকে। আজ (ঈদের দ্বিতীয় দিন) রাত ৮.১০ মিনিটে বৈশাখী টেলিভিশনে নাটকটি প্রচারিত হবে।
শহীদুজ্জামান সেলিম বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে শুটিং হয়েছে। ইউনিটে লোক সংখ্যাও কম ছিল। শট শেষে সবাই সাবান দিয়ে হাত ধুয়ে স্যানিটাইজার ব্যবহার করেছি। নাটকটিতে একটি দরিদ্র পরিবারের অসহায়ত্বের গল্প বলার চেষ্টা করা হয়েছে। আমার বিশ্বাস দর্শক নাটকটি পছন্দ করবে।’
Leave a Reply