মধ্যরাতে পা পিছলে পড়ে গিয়ে আহত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পূজা চেরি। বুধবার (১১ আগস্ট) মধ্য রাতে নিজ বাসায় বাথরুমে পা পিছলে পড়ে যান পূজা। এ সময় মাথা ও কপালে আঘাত পান তিনি।
পূজার মা ঝর্ণা রায় বলেন, ‘গতকাল রাত সাড়ে ১২টার দিকে বাথরুম থেকে বের হওয়ার অসাবধানতাবশত দুর্ঘটনাটি ঘটে। মাথায় অনেকখানি কেটে গেছে। প্রায় আড়াই ঘণ্টা লেগেছে ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ হতে।’
করোনার কারণে রাতে হাসপাতালে যাননি পূজা। তবে চিকিৎসকের সঙ্গে কথা বলে তাকে ব্যথানাশক ও ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে বলে জানান ঝর্ণা রায়। তার মা জানান আগের চেয়ে এখন পূজা অনেকটা ভালো আছেন।
Leave a Reply