রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

‘আমি চামড়ার ব্যবসায়ী!’ কেন এ কথা বললেন ভাবনা?

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪

জমজমাট প্রতিবেদক

ফেসবুকে একটি ছবি পোস্ট করে নিজেকে চামড়ার ব্যবসায়ী বলেছেন অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। গাভীও বলেছেন। আসলে কথাগুলো ভাবনার নিজের নয়। কিছু নেটিজেনের মন্তব্য। যা তিনি তুলে ধরেছেন ফেসবুকে।

কিন্তু কেন? হঠাৎ এই নায়িকাকে কেন এভাবে ট্রল করলেন নেটবাসী?

আসলে, সম্প্রতি ভাবনা তার ফেসবুকে পিকআপবোঝাই গরুর একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে!’ ব্যস, নানা নেতিবাচক মন্তব্য জমা হতে শুরু করে সেই পোস্টে।

এ নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন ভাবনা। মঙ্গলবার রাতে দেওয়া আরেকটি পোস্টে তিনি যা লিখেছেন তা হলো-

‘আমি মাঝে মাঝেই ছবি তুলতে পছন্দ করি, যখন কোনো দৃশ্য আমাকে ভাবতে বাধ্য করে, সেটা মাঝে মাঝে ফেসবুকেও শেয়ার করি। আমার একটি ছবি যেখানে দেখা যাচ্ছে একটি পিকআপ ভ্যানে রোদে দাঁড়িয়ে একটি গরু, তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি । সেদিন ছিল তীব্র দাবদাহ, গরমে দীর্ঘ সময় থাকার ফলে অবলা প্রাণীটি ভিষণ ভাবে কাঁদছিল। বোবা প্রাণের কান্না আমাকে ছুঁয়ে যাচ্ছিল। ছবি তুলে আমার অনুভূতি প্রকাশ করি আমি।’

‘আমি ছবিটির ক্যাপশন দিয়েছি, ‘আমার কান্নার শব্দ কি শোনা যায় তোমার শহরে!!!!!’ ব্যস এতটুকুই!!! তারপর কিছু মানুষ শুরু করলেন আমাকে হেয় করা সামাজিক যোগাযোগ মাধ্যমে, লিখতে শুরু করলেন—

‘আমি চামড়ার ব্যাবসায়ী! আমি নিজে একটা গাভী! আমাকে লাথি মারতে মারতে ইন্ডিয়া পাঠানো উচিত! আরও কত নোংরা নোংরা কথা !!!’

‘আমি ২০১৬ সালে কবে গরুর তেহারি খেয়েছি, কোন ইন্টারভিউতে গিয়ে বলেছি আমি গরুর মাংস রান্না করতে পারি, কবে বিফ স্টেক খেয়েছি এইসব। আমি কোথাও লিখিনি আমি গরুর মাংস খাই না, বা বলিনি আপনারা গরুর মাংস খাবেন না। একটা প্রাণীর কান্না দেখে যে কেউ কেঁদে উঠতে পারেন এটাই স্বাভাবিক। আর আমি প্রকৃতিপ্রেমী বা প্রাণীপ্রেমী কি না, সেটার প্রমাণ আমি কোথাও দেব না। আমার ফেসবুকের একটি পোস্টেই তো আর প্রমাণ হবে না আমি কে?’

‘অবশ্যই এই ছবিটি নিয়ে আমি আরও লিখবো, হয়তো কোনো কবিতায় বা গল্পে, বা অন্য কোথাও বা আমার পরবর্তী ক্যানভাসে। শিল্পীর বেদনা গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ। আমার দিকে ছুঁড়ে দেয়া সকল তির আমি সাদরে গ্রহণ করলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ