জমজমাট প্রতিবেদক
বাংলা চলচ্চিত্রের চিত্রনায়িকা বুবলী এবার মার্কিন মুল্লুকে যাত্রা করলেন। সেখানে বসবাসরত বাঙালিদের মন যোগাতে সেখানে যাচ্ছেন তিনি। বুবলী’র এই আমেরিকা যাত্রা কিন্তু স্বশরীরে নয়, এটি ঘটতে যাচ্ছে পর্দায়। তার অভিনীত গেলো ঈদে মুক্তি পাওয়া ‘দেয়ালের দেশ’ ছবিটি আমেরিকায় প্রদর্শন হচ্ছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক মিশুক মনি। এটি কিছুদিন আগে প্রদর্শিত হয়েছে অস্ট্রেলিয়ায়। এবার হাজির হয়েছে আমেরিকায়। গত শুক্রবার থেকে দেশটিতে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।
বৃহস্পতিবার ফেসবুকে ছবিটি আমেরিকায় মুক্তি সংক্রান্ত প্রেক্ষাগৃহের তালিকাসহ একটি পোস্টার শেয়ার করেছেন বুবলী। তিনি জানিয়েছেন, আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের ১৫টি প্রেক্ষাগৃহে চলবে ‘দেয়ালের দেশ’ ছবিটি।
এই প্রসঙ্গে বুবলী বলেন, ‘দেয়ালের দেশ’ ছবিটি এখন সীমানা ছাড়িয়ে আমেরিকায়। অস্ট্রেলিয়ার পর এবার আমেরিকায় রিলিজ হচ্ছে। এরপর কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি পাবে। অর্গানিক ভালোবাসার ওজন জমতে থাকুক বুক পকেটে।
উল্লেখ্য, সরকারি অনুদানে নির্মিত এই ছবির গল্পে দেখা গেছে বৈশাখ ও নহর নামের দুই তরুণ – তরুণীর ব্যতিক্রম রসায়ন।
Leave a Reply