বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের দর্শকজনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনয় থেকে বর্তমানে ব্যক্তি জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন তিনি।
সম্প্রতি এই চিত্রনায়িকা তৃতীয় বিবাহ করেছেন গাজীপুরের রাকিব সরকার নামে এক ব্যবসায়ীকে। চিত্রনায়িকা মাহিয়া মাহি স্বামী রাকিবকে নিয়ে জীবনে প্রথমবারের মতো ওমরাহ হজ করতে যাচ্ছেন।
মাহি সামাজিক মাধ্যম ফেসবুকে এ খবর জানান। সৌদি আরব যাত্রার কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। জীবনে প্রথমবার ওমরাহ হজে যাচ্ছি। এই অনুভূতি প্রকাশের ঊর্ধ্বে।’
তিনি তার বর্তমান স্বামী রাকিক সরকারকে ধন্যবাদ দিয়ে দোয়া করেন। সবার কাছ থেকে স্বামীর জন্য দোয়াও কামনা করেন।
প্রসঙ্গত, ‘ভালোবাসার রঙ’ ছবি দিয়ে সিনেমায় তার পথচলা শুরু।
Leave a Reply