শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩০ পূর্বাহ্ন

সালমান খানের বিরুদ্ধে ঐশ্বরিয়ার অভিযোগ

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

জমজমাট ডেস্ক

সেই সময় প্রেমটা টিকেছিল ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সালমান খানের। রাই সুন্দরীকে তার সঞ্চালিত শো ‘দস কা দম’-এ আমন্ত্রণ জানিয়েছিলেন সালমান। সেখানে এসে প্রেমিক সালমান সম্পর্কে খুবই অভিমান প্রকাশ করেছিলেন ঐশ্বরিয়া।

খোলাখুলি বলেছিলেন, দেখতে পাই তো আমি। যখনই কোনও অভিনেত্রীকে তুমি আমন্ত্রণ জানাও, কত ফ্লার্ট কর তাদের সঙ্গে। সালমান অভিভূত হয়ে তাকিয়ে ছিলেন তার প্রেমিকার দিকে। তারপর আদরের সুরে বলেছিলেন, তুমিও এসেছ। এসো, তোমাকেও আমি জড়িয়ে ধরছি। বলেই ঐশ্বরিয়াকে আলিঙ্গন করেন সালমান।

কেবল ঐশ্বরিয়া নন, সালমানের পরবর্তী প্রেমিকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফও কিন্তু সেই একই অভিমান করেছিলেন সালমান সম্পর্কে। বলেছিলেন, সালমান খান, তুমি মহিলাদের সঙ্গে ইদানিং খুবই ফ্লার্ট করছ দেখছি।

শোনা যায়, ঐশ্বরিয়ার সঙ্গে সালমানের যখন সম্পর্ক ছিল, তিনি নাকি তাকে নিয়ে ভীষণই পজেসিভ ছিলেন। অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে ঐশ্বরিয়ার ঘনিষ্ঠতা তৈরি হওয়ার বিষয়টাকে একেবারেই মানতে পারেননি সালমান। তেলেবেগুনে জলে ওঠেন তিনি। বিবেক ওবেরয়ের ক্যারিয়ারটা নাকি নষ্ট হয়েছিল তিনি সালমানকে চটিয়েছিলেন বলেই।

পরবর্তীকালে ঐশ্বরিয়া বিয়ে করেন অভিনেতা অভিষেক বচ্চনকে। ক্যাটরিনার সঙ্গেও সম্পর্ক ছিন্ন হয়ে সালমানের। তিনিও বিয়ে করেছেন অভিনেতা ভিকি কৌশলকে। সালমানের এই দুই প্রাক্তন প্রেমিকা এখন নিজ-নিজ সাংসারিক জীবনে ব্যস্ত। যদিও ঐশ্বরিয়া-অভিষেকের বিবাহবিচ্ছেদের গুজব সর্বত্র।

আর সালমান? তিনি একাকী আজও। জীবনে প্রেমিকা আসা সত্ত্বেও, কোনও সম্পর্কই বিয়ে পর্যন্ত গড়ায়নি তার। ‘আপ কা আদালত’ টক শোতে এসে সালমান বলেছিলেন, সব আমার দোষ। আমার প্রেমিকাদের নয়। আমার ভুলেই তারা আমাকে বারবার ছেড়ে চলে গিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ