জমজমাট ডেস্ক
বলিউডি চলচ্চিত্রের দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে অনেকবার চিনিয়েছেন তাবাসসুম টাবু। এবার হলিউডে ‘বড়’ সুযোগ পেলেন এই বলিউড তারকা। আর এই খবর ছড়াতেই তার অনুরাগীদের মাঝে উত্তেজনার পারদ এখন ঊর্ধ্বমুখী।
গেলো কয়েক বছর ধরে হলিউডে কল্পবিজ্ঞান ছবির ঘরানায় ‘ডিউন’ ফ্র্যাঞ্চাইজি বেশ চর্চিত। এই ফ্র্যাঞ্চাইজির নতুন সিরিজে (‘ডিউন: প্রফেসি’) সুযোগ পেয়েছেন টাবু। জানা গেছে, ডেনিস ভিলেনুয়েভ পরিচালিত ‘ডিউন’ ছবিটির প্রিকুয়েলের প্রস্তুতি শুরু হয়েছে। সিরিজে সিস্টার ফ্র্যাঞ্চেসকার চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী। নির্মাতারা জানিয়েছেন, এতে রাজপরিবারের ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে টাবু’র চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বলিউডে কাজের বাইরে এর আগে একাধিক হলিউডি ছবিতে অভিনয় করেছেন টাবু। তার মধ্যে ‘লাইফ অফ পাই’, ‘দ্য নেমসেক’ অন্যতম। এ ছাড়াও ‘দ্য টেবল বয়’ ওয়েব সিরিজেও দর্শক তাকে দেখেছেন। ফ্র্যাঙ্ক হার্বাটের ‘ডিউন’ এ দেখানো সময়ের ১০ হাজার বছর আগের প্রেক্ষাপটে এই সিরিজকে সাজিয়েছেন নির্মাতারা। তবে কবে থেকে এই সিরিজ দেখা যাবে, সে প্রসঙ্গে কোনও তথ্য দেননি তারা। ছবিতে থাকবেন এমিলি ওয়াটসন, অলিভিয়া উইলিয়ামস, মার্ক স্ট্রং প্রমুখ।
Leave a Reply