শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪১ অপরাহ্ন

সবকিছু ব্যক্তিগত রাখতে পছন্দ করেন: সোনাক্ষী সিনহা

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ৬ মে, ২০২৪

জমজমাট ডেস্ক

তারকা বাবার তারকা সন্তান সোনাক্ষী সিনহা। তার বাবা শত্রুঘ্ন সিনহা কিংবদন্তি ভারতীয় অভিনেতা। তিনি বর্তমানে লোকসভার এমপি। এই বছরও তৃণমূল কংগ্রেসের হয়ে আসানসোল কেন্দ্রে প্রার্থী হয়েছেন তিনি। শত্রুঘ্ন’র তিন সন্তানের মধ্যে মেয়ে সোনাক্ষী সিনহা অভিনেত্রী। যমজ দুই ছেলের মধ্যে একজন বাবার মতো রাজনীতিতে পা রেখেছেন। সোনাক্ষীর মা পুনমও রাজনীতির সঙ্গে যুক্ত। অর্থাৎ একই পরিবারের তিনজনই রাজনীতিতে।

ভারতীয় গণমাধ্যমে জোর গুঞ্জন আছে – ভবিষ্যতে সোনাক্ষী’রও কি অভিনেত্রী থেকে নেত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে ? এমন গুঞ্জনের উত্তরে সোনাক্ষী জানিয়ে দিয়েছেন নিজের উত্তর। তার দাবি – তিনি বাবার মতো নন। ঘাটতি রয়েছে তার।

এমনিতেই তারকার সন্তানরা বেশিরভাগ ক্ষেত্রেই অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। অভিনয় জগতে এসে সোনাক্ষীকে বিভিন্ন সময় নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে। আর তাই স্বজনপ্রীতির অভিযোগ থেকে রেহাই পেতে সোনাক্ষীও চান না বাবার সহযোগিতায় নিজের সাফল্য গড়তে। নিজে নিজেই ক্যারিয়ারে মনোযোগী এই স্টার কিড।

সোনাক্ষী জানান, তার বাবা সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। আর সোনাক্ষী নিজে সব কিছু ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। রাজনীতিতে এলে সারা দেশের জনগণের জন্য ভাবতে হয়। সেই ক্ষমতা তার মধ্যে নেই বলে তার ধারণা। সোনাক্ষী’র ধারণা রাজনীতির জন্য যে ধরনের জীবনবোধের প্রয়োজন, সেটা তার ভাবনাচিন্তার থেকে একেবারে ভিন্ন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ