জমজমাট প্রতিবেদক
আজ ১৬ মে (বৃহস্পতিবার) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে জয়ী মিশা-ডিপজল প্যানেলকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন নিপুণ সমর্থিত ১০০ জন শিল্পী। বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে শিল্পী সমিতির কার্যালয়ে নতুন এই কমিটিকে বরণ করে নেন তারা। এসময় শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি উপস্থিত ছিল। এসময় নিপুণ সমর্থিত ১০০ শিল্পীরা মিশা-ডিপজলকে মালা পরিয়ে নিপুণের রিটকে তীব্র নিন্দা জানান।
সেখানে কথা বলেন শিল্পী সমিতির নব নির্বাচিত দপ্তর সম্পাদক কমল সরকার। তিনি গণমাধ্যমের সামনে এমনটি জানান। কমল সরকার হুশিয়ারী দিয়ে এটাও বলেন, নির্বাচনের দিন নিপুণ ফুল দিয়ে আমাদের কমিটিকে মেনে নিলেন বিষয়টি খুব ভালো লেগেছিল। মনে হয়েছিলো গত দুই বারের মামলা-হামলা থেকে বাঁচার কিছু আশা খুঁজে পেয়েছিলাম। এখন তিনি আমাদের সংগঠনকে কলংকিত করছেন। এমনটা হলে প্রয়োজনে আপনার সদস্যপদ আজীবনের জন্য বাতিল করা হবে।
উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে গত ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা এবং বিগত দুই মেয়াদের সফল সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চলচ্চিত্রের মুভি লর্ড ও দানবীর’খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।
জানাগেছে, নির্বাচনের দিন যে ডিপজলকে বাবা সম্বোধন করে গলায় মালা পড়িয়ে পরে লন্ডন থেকে একটি গণমাধ্যমের মুঠোফোনে ডিপজলকে অশিক্ষিত আখ্যায়িত করা হয়েছে। তাতে বেজায় চটেছেন ডিপজল।
নিপুণের কটাক্ষের জবাব দিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজল বলেন, তিনি তো বাপকেই অস্বীকার করে। রক্তের সমস্যা না হলে এমন বলতে পারে না। কারণ, ও (নিপুণ) যাকে দিয়ে চলচ্চিত্র চিনেছে তাকেই ভুলে গেছে, অস্বীকার করছে। কেস খেলবা আসো। যেটার খেলার মন চায় সেটাই খেলো। আমরা চাই ভদ্রতা ও নম্রতা। আমরা চাই চলচ্চিত্র কিভাবে এগিয়ে নেওয়া যায় সেদিকেই কাজ করব। আমরা ঝামেলা চাই না।
ডিপজল আরও বলেন, আমরা কাউকে আলাদা করতে চাইনি। আমি আগেও বলেছি এখনো বলছি- যারা একদিনের জন্য সদস্য হয়েছে কিন্তু বাদ পড়েছে তারা সদস্যপদ ফিরে পাবে সেটা নির্বাচনের আগেই বলেছিলাম। যেহেতু নির্বাচিত হয়েছি এখন তাদের সদস্যপদ ফিরিয়ে দেব। বিগত দিনে যারা ভুল করেছে তাদের আমরা ক্ষমার দৃষ্টিতে দেখছি, আপনারাও দেখবেন। পেছনে ফিরে তাকানোর সময় নেই। কিভাবে চলচ্চিত্রের উন্নয়ন করা যায় সেভাবে কাজ করতে হবে।
বর্তমান কমিটিকে নিয়ে কোন সদস্য কু-মন্তব্যকারী করেন, সেক্ষেত্রে তার সদস্যপদ বাতিল হবে কি না বর্তমান কমিটির সভাপতি মিশা সওদাগরের কাছে জানতে চাইলে, গণমাধ্যমের সামনে, যে কোন সদস্য সভাপতি এবং সাধারণ সম্পাদকে কোন খারাপ মন্তব্য করলে, আমাদের শিল্পী সমিতির অনুচ্ছেদ অনুযায়ী এবং সাধারণত সভায় বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা খতিয়ে দেখবো।
তিনি আরও বলেন, সবাই যদি মনে করেন এবারে কমিটি ছোট খাটো। বিষয়টি এতো সহজ করে দেখার কিছু নাই।
এছাড়াও বর্তমান কমিটিতে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল ও ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল।
কার্যনির্বাহী সদস্যরা হলেন সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু রিয়ানা পারভিন পলি ও সনি রহমান।
Leave a Reply