শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছাত্র-সমন্বয়কদের পরিকল্পিতভাবে হত্যা চেষ্টায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ জুলাই গণহত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা মহানগর ছাত্রশিবিরের বিক্ষোভ ও সমাবেশ বিচ্ছেদের পর, বচ্চন পরিবার নতুন বাসস্থান গড়তে যাচ্ছে ! ট্রাম্পকে হারাতে এবার প্রচারে নেমেছে নীল ছবির তারকারা ছাত্র আন্দোলনের নামে দেশ-বিরোধী জঙ্গি-সন্ত্রাসী ষড়যন্ত্র  পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে আগ্রহী শাকিব শাফিনের প্রথম জানাজা সম্পন্ন যুক্তরাষ্ট্রে “আলফার” সেটে ১০০ নিরাপত্তারক্ষী প্রসেনজিৎ কেন থাপ্পড় মেরেছিলেন শর্মিলা ঠাকুরকে! ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে অভিষেকের প্রতিক্রিয়া ঘিরে চর্চা!

বাংলাদেশ ও কলকাতায় এক সঙ্গে মুক্তি পাবে চঞ্চল চৌধুরীর ‘পদাতিক’

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

জমজমাট ডেস্ক

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে সুনাম অর্জন করেছে ওপার বাংলাতেও। একর পর এক কাজ করে যাচ্ছে ওপার বাংলাতে।

প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার বায়োপিকে অভিনয় করেছে চঞ্চল চৌধুরী। সৃজিত মুখার্জির পরিচালনায় ‘পদাতিক’ নামের এ সিনেমায় মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। আর এই দিনেই পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে ‘পদাতিক’ সিনেমাটি। একই দিনে সিনেমাটি মুক্তি দেয়ার কথা বাংলাদেশেও। তথ্যটি নিশ্চিত করেছেন প্রযোজক আব্দুল আজিজ।

বাংলাদেশে ‘পদাতিক’ সিনেমাটি আমদানি করবেন তার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ‘পদাতিক’। সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। পদাতিক আমদানির জন্য ইতোমধ্যেই তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি আমরা। আশা করছি, শিগগিরই প্রয়োজনীয় অনুমতি পেয়ে যাব।

এর আগে, মোশাররফ করিম অভিনীত ‘হুব্বা’ সিনেমাটিও বাংলাদেশে আমদানি করেছিল জাজ মাল্টিমিডিয়া। এটি পরিচালনা করেন ব্রাত্য বসু।

এদিকে, ‘পদাতিক’র নতুন পোস্টার প্রকাশ করে প্রযোজক ফিরদৌসুল হাসান জানিয়েছেন, ‘পদাতিক’ মুক্তির ঠিক এক মাস আগে প্রকাশ পাবে সিনেমাটির দ্বিতীয় গান। এতে কণ্ঠ দিয়েছেন সাহানা বাজপেয়ি। এর আগে, প্রকাশ পেয়েছিল সনু নিগম ও অরিজিৎ সিংয়ের কণ্ঠে প্রথম গান ‘তু জিন্দা হ্যায়’।

উল্লেখ্য, ‘পদাতিক’ প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশন। এতে মৃণাল সেনের যুবক ও বয়স্ক- দুই চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আর কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছেন কোরক সামন্ত। মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে রয়েছেন মনামী ঘোষ। মৃণালপুত্র কুণাল সেনের চরিত্রে আছেন সম্রাট চক্রবর্তী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ