ছোট পর্দার পরিচিত মুখ লাবণ্য লিজা। শুরুতে নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনের কাজ দিয়ে দর্শকের নজরে আসেন। ছোটপর্দায় কৃতিত্বের ছোঁয়া রেখে অভিষেক হয়েছে বড়পর্দায়ও। রয়েল খান পরিচালিত ‘গেম রিটার্নস’ ছবির মাধ্যমে অভিষেক হয়। লাবণ্যর বিপরীতে অভিনয় করেন মডেল-চিত্রনায়ক নিরব। নিজের ক্যারিয়ারের প্রথম ছবি ফ্লপ হয়নি। চলচ্চিত্রের মন্দা সময়ে অনেক ভালো বাজেটের চলচ্চিত্রের চেয়েও ‘গেইম রিটার্নস’ ভালো করেছে। কিন্তু প্রথম ছবির পরেই অন্তরালে চলে গেলেন তিনি। তবে সাময়িক আড়াল ভেঙে ফের সরবও হয়েছেন। বর্তমানে নাটকে ব্যস্ত সময় পার করছেন তিনি। ছবি: এম এ এইচ সাগর
Leave a Reply