দক্ষিণ ভারতের ‘পুষ্পা’ ছবির ‘সামি সামি’ ভাইরাল হওয়া গানটি এবার বাংলায় গাইলেন বাংলাদেশের সিঁথি সাহা। এ গানটি গত ২২ এপ্রিল ভারতের কলকাতার ভাইব্রেশন স্টুডিওতে তাঁর কণ্ঠে গানটি ধারণ করা হয়। ‘সামি সামি’ গানের বাংলা লিরিক লিখেছেন রাজীব দত্ত। নতুন করে সংগীতায়োজন করেছেন তুবাই রায়।
গেলো বুধবার আদিত্য মিউজিকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে বাংলা ‘সামি সামি’ গানটির ৫৪ সেকেন্ডের প্রোমো প্রকাশিত হয়েছে। শিগগিরই প্রকাশিত হবে পূর্ণাঙ্গ গান।
সিঁথি বলেন,গানটিতে কণ্ঠ দিয়েছি প্রায় এক মাস হয়ে গেল। এরপর অপেক্ষা করেছি। যখন প্রোমোটা বের হওয়ার পর দেখছিলাম, আমার যে কেমন লাগছিল, বলে বোঝাতে পারব না।
তিনি বলেন, গানটির ভিডিওতে আল্লু অর্জুন ও রাশমিকার পাশাপাশি আমাকেও দেখা যাবে। আমার অংশটা থাকবে স্টুডিও ভার্সন হিসেবে। আমি গর্বিত এমন একটি গানের অংশ হতে পেরে।
Leave a Reply