দর্শকপ্রিয় কন্ঠশিল্পী গামছা পলাশ। ২০০৬ সালে গানের প্রতিযোগিতা ক্লোজআপ ওয়ান থেকে পরিচিতি পান তিনি। তখন থেকে নিয়মিত গাইতে শুরু করেন বিভিন্ন মাধ্যমে। ২০১১ সালে তাঁর কণ্ঠে ‘মানুষ একটা দুই চাকার সাইকেল’ ও ‘একদিন মাটির ভিতরে হবে ঘর’ লোকগান দুটি ব্যাপক সমাদৃত হয়। ইউটিউবে পলাশের গান শোনেন হাজারো সংগীতপ্রেমী। দেশ-বিদেশের বহু শ্রোতা ইউটিউবে অপেক্ষা করেন পলাশের নতুন গানের জন্য।
তারই ধারাবাহিকতায় প্রকাশ পেল গামছা পলাশের নতুন গান ‘যে মারলো এই বুকে ছুরি’। রনক রায়হানের কথা ও সুরে গানটিতে কন্ঠ দিয়েছেন গামছা পলাশ। সংগীত আয়োজন করেছেন দেবা পল। আজ (৫ সেপ্টেম্বর) ক্রাউন প্লাস এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পায়।
Leave a Reply