দর্শকপ্রিয় অভিনেতা ও নির্মাতা মিলন ভট্টাচার্য্য। অভিনয় ও নির্মাণ দুই মাধ্যমেই বেশ সরব তিনি। গেল ঈদে মিলন পরিচালিত নাটকগুলো প্রসংশিত হয়। তার মধ্যে রয়েছে আফরান নিশো-অপর্ণা ঘোষ অভিনীত ‘ভালো হতে পয়সা লাগে না’, জাহিদ হাসান-টয়া অভিনীত ‘ব্লাক বেঙ্গল দ্যা সেলফি হিরো’, মীর সাব্বির-নাবিলা অভিনীত ‘বিয়ে ভাঙ্গা হারু’ নাটকগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে।
মিলন অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। তার মধ্যে রয়েছে মুসাফির রনি পরিচালিত তারকাবহুল ধারাবাহিক ‘তোলপার’ শততম পর্ব প্রচার হয়েছে। বৈশাখী টেলিভিশনে ‘স্বপ্ন আড্ডা’, একুশে টেলিভিশনে ‘সুলতান ভাই’, বাংলাভিশনে ‘জ্ঞানী গঞ্জের পন্ডিতেরা’, আরটিভিতে ‘চিটিং মাস্টার’। যা অনেক আগেই ৩০০ পর্ব ছাড়িয়ে গেছে। এখনো তুমুল জনপ্রিয়তা নিয়ে চলছে এই ধারাবাহিকটি। এছাড়াও কয়েকটি ধারাবাহিক প্রচারের অপেক্ষায় আছে। মিলনের বর্তমান ব্যস্ততা অভিনয় ঘিরে। এরইমধ্যে বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন তিনি।
Leave a Reply