গাজীপুরের বিভিন্ন শুটিং স্পটে অশ্লীল ভিডিও তৈরির মহোৎসব চলছে! অভিনেতা বা অভিনেত্রী গল্পের কোন ঠিক নেই। শুধু অশ্লীলতার ওপর ভর করে বানানো হচ্ছে ভিডিও। যা ইউটিউবে আপলোড দেওয়া হচ্ছে ভিউ বাড়ানোর আশায়। তবে পুলিশ বলছে- একের পর এক অভিযোগ আসায় এবার তারা কঠোর হবেন। কিছু নাটক নির্মাণ করা হয় যা মূল ধারার গণমাধ্যমের জন্য নয়। শিল্পী পরিচালকও অপরিচিত। রয়েছে প্রতিটি দৃশ্য অশ্লীলতার ছোয়া। অপরিণত শিল্পী দিয়ে যে সব কথোপকথন চলে সেগুলো দিয়ে তৈরি হয় এসব ভিডিও।
কিন্তু গল্প নির্ভরতা থেকে বেরিয়ে এমন কনটেন্ট নির্মাণের উদ্দেশ্য বা কি? এমন ভিডিও বানানোর এক নির্মাতা বলেন, ভালো কনটেন্ট বানানো হয় ভিউয়ের আশায়। ভালো মানের কনটেন্ট দিলে ভিউ হয় না। গাজীপুরের বিভিন্ন লোকেশনে প্রতিদিনই চলে এমন মানহীন অশ্লীল কাজ। এখানে পরিচিত কোন মুখ নেই। প্রযোজক-পরিচালক ও অপরিচিত। ভলো গল্পের চেয়ে উস্কানিমূলক সংলাপ আর কুরুচিপূর্ণ দৃশ্য এখানে মুখ্য। স্থানীয় সূত্রে জানা যায়, হাতেগোনা কয়েক জন তৈরি করে এমন অশ্লীল ভিডিও। তাদের মধ্যে কেউ কেউ গ্রেফতারও হয়েছে পুলিশের হাতে। পুলিশ বলছেন, এসব ভিডিও নির্মাণ বন্ধে তারা ব্যবস্থা নিবেন। এসব ভিডিও বন্ধে অনলাইন মনিটরিং বাড়ানোর কথা জানালেন কর্মকর্তারা।
Leave a Reply