করোনা মুক্ত হলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। শনিবার টেস্টে তার করোনা নেগেটিভ এসেছে। আজ তাহসানের ৪১ তম জন্মদিন। জীবনের বিশেষ দিনটির আগের সন্ধ্যায় তিনি নিজেই করোনা থেকে মুক্ত হওয়ার সুখবর জানান। তাহসান ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘একটু প্রশান্তির হাসি আর কৃতজ্ঞতা প্রকাশ। কোভিড টেস্ট নেগেটিভ এসেছে, এজন্য প্রশান্তির হাসি।’
গান দিয়ে লাখো শ্রোতার হৃদয় জয় করেছেন তাহসান খান। কেবল সংগীতশিল্পী হিসেবে নয়, অভিনেতা হিসেবেও যথেষ্ট সুনাম ও জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি তাহসান শেষ করেছেন ‘হ্যালো বেবী’ শিরোনামরে একটি নাটকের শুটিং। এটি ভালোবাসা দিবসে প্রচার হবে।
Leave a Reply