টেলিভিশন মিডিয়ার তিন শক্তিমান অভিনয়শিল্পী শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাজনীন চুমকী। শোবিজের এই তিন তারকাকে নিয়ে এবার লিটু করিম নির্মাণ করলেন একক নাটক ‘বিষফল’। সম্প্রতি নাটকটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন মিষ্টি হাসান ও তামান্না সরকার। নাটকের গল্পটি বর্তমান সমাজের সমসাময়িক বিষয় নিয়ে।
নাজনীন চুমকী বলেন, ‘এ নাটকে আমার চরিত্রটি সম্পর্ণ আলাদা। আমি যা নই তাই আমাকে করতে হবে। অবশ্য অভিনেতা-অভিনেত্রীদের নিজেদের চরিত্রের বাইরে গিয়েই অভিনয় করতে হয়। আমাকে বিষফলে দর্শক অন্য ভাবে দেখবে। লিটু করিমের অনেক গুলো নাটক করেছি। এই নাটকে ভিন্নতা আছে।’
লিটু করিম বলেন, ‘সরকার মিডিয়ার কর্ণধার সরকার সুমনের কাছে আমি কৃতজ্ঞ ভালো কাজ করার সুযোগ করে দেবার জন্য। খুব শীঘ্রই নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।’
Leave a Reply