লাক্স তারকা বিপাশা কবির। শুরুটা নির্মাতা শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ চলচ্চিত্র দিয়ে। এরপর ৫০টির অধিক চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করেছেন তিনি। আইটেম গানের পাশাপাশি নায়িকা হিসেবেও কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রে। শুধু চলচ্চিত্রেই নয় নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন মিউজিক ভিডিওতে। তারই ধারাবাহিকতায় আবারও নতুন একটি মিউজিক ভিডিওতে কাজ করছেন বিপাশা। গানের শিরোনাম ‘ভালোবেসে হয়েছি তোর’। গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী ন্যান্সি ও শুভ খান। সম্প্রতি নতুন গান চিত্রের শুটিংয়ে কক্সবাজার অংশ নিয়েছেন এ লাক্স তারকা।
বিপাশা বলেন, করোনার জন্য দীর্ঘ দিন কাজহীন ছিলাম। তবে এখন আবার নতুন করে কাজ শুরু করেছি। আসতে আসতে আবার সব কিছু গুছিয়ে নিচ্ছি। পরিচালক আসাদুজ্জামান আজাদ নির্মাণে গানটি প্রযোজনা করেছেন শিখা খান মৌ। বিশ্বাস দর্শক নতুন গান চিত্রটি পছন্দ করবে। এদিকে, বিপাশা শেষ করেছেন রোমান্টিক থ্রিলারধর্মী ওয়েব চলচ্চিত্র ‘সোলমেট’। এতে দ্বিতীয়বার জুটি হয়েছেন বিপাশা কবির ও সাঞ্জু জন। পরিচালনা করেছেন তরুণ নির্মাতা বাপ্পী খান।
Leave a Reply